ইভির ভূমিকায় প্যানাসনিকের রেকর্ড আয়
জাপানের বহুজাতিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠান প্যানাসনিক হোল্ডিংস গত ছয় মাসে রেকর্ড আয় করেছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮০০ কোটি ইয়েন বা ১৯০ কোটি ডলার। খবর নিক্ক্বেই এশিয়া।
খবরে বলা হয়, প্যানাসনিকের এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি ব্যবসা সম্প্রসারণ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভর্তুকির সুফল পেয়েছে প্রতিষ্ঠানটি।
তবে রেকর্ড আয়ের পরও পুরো বছরের মোট আয়ের পূর্বাভাস কমিয়েছে প্যানাসনিক। চীনে চাহিদা কমে যাওয়ায় ৩৮ দশমিক ৬ শতাংশ আয়ের পূর্বাভাস দেয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি







